গাজীপুর থেকে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার (২ মার্চ) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নান্নু সর্দার (৪৫), মো. আকাশ, ওরফে পায়েল (১৯), মো. ফজর আলী, শুনু মিয়া (৬৮), মো. রিয়াজ উদ্দিন (৪৫), মো. কাউছার (১৯), মো. সাইফুল ইসলাম (৩৫)।
এসময় আসামিদের নিকট হতে ৭টি অটোরিকশা, ৪টি ব্যাটারি, ১টি হাতুড়ি, ২টি সেলাই রেঞ্জ, ১টি গলার সাড়াশি, ১টি ড্রিল মেশিন, ১টি টায়ার লেবার, ২টি রিং ঢালী ও ১টি মোটর উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, মো. হৃদয় হোসেন নিজ বাড়ি হতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করার জন্য বের হয়। গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় পাকা রাস্তার পাশে খালি জায়গায় অটোরিকশা রেখে বাজার করার জন্য পার্শ্ববর্তী বাজারে যায়। এরপর এসে উক্ত জায়গায় তার অটোরিকশাটি দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অটোরিকশাটি উদ্ধারের জন্য র্যাব-১ এর নিকট আইনগত সাহায্য কামনা করে। এরপর র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন কার্যক্রম চলমান রাখে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/টিটি