মিরপুর সেনপাড়া থেকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ের গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. রুবেল হোসেন, মো. মাইনুদ্দিন, মো. রুবেল মিয়া ও মো. স্বপন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।
ওসি মোস্তাজিরুর রহমান বলেন, থানা পুলিশের অভিযানে মিরপুরের বাউন্ডারি রোডের সেনপাড়া পর্বতা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের কে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনাটি প্রথমে থানায় অবহিত করা হয় এরপর টহল ডিউটিকালীন এসআই মো. নাজমুল হক সংবাদ পায় মাদক ব্যবসায়ীরা মিরপুরের বাউন্ডারি রোডের সেনপাড়া পর্বতা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল, মাইনুদ্দিন, রুবেল ও স্বপন নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৩ কেজি গাঁজা।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস