অপহরণ মামলায় আ. লীগ নেতা পলাতক, আসামি না পেয়ে গাড়ি জব্দ
রাজধানীর রূপনগর থানা আওয়ামী লীগ নেতা মনির মোল্লার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন ব্যবসায়ী শামীম আল মামুন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা যায়, অপহরণকারী মনির মোল্লা রূপনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি আমির হোসেন মোল্লার ছেলে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি রাজধানীর রূপনগর থানায় অপহরণ মামলা হয়েছে। মনির মোল্লা (৩৮) ও তার এক সহযোগী রাশেদের (৪৫) বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী শামীম।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাতে আমাকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে জোর করে গাড়িতে তুলে নেন আওয়ামী লীগ নেতা মনির মোল্লা ও তার এক সহযোগী। এরপর ভয়ভীতি দেখিয়ে চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আর নগদ টাকা হাতিয়ে নেয় অপহরনকারীরা।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মনির মোল্লা ও তার সহযোগী রাশেদসহ একটি মাইক্রো গাড়ি নিয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় যান। ওই সময় ব্যবসায়ী শামীম আল মামুন একটি দোকানে চা খাচ্ছিলেন। এক পর্যায়ে ব্যবসায়ী শামীমকে কৌশলে ধাক্কা মেরে গাড়িতে তুলে নেন মনির মোল্লা ও তার সহযোগী রাশেদ। এসময় ব্যবসায়ী শামীমের কাছ থেকে ২টি চেকে ৫২ লাখ টাকা লিখে জোর করে স্বাক্ষর নেন।
এ বিষয়ে রূপনগর থানা আওয়ামীলীগ সভাপতি হাজি রজ্জব হোসেন জানান, মনির যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন আর তা প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রূপনগর থানার এসআই ওয়াহিদুল হাসান আরও বলেন, আসামিরা এখনও পলাতক। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। ৩ দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ির মালিক মনির মোল্লা।
কেএম/এএস