রাজধানীতে জাল রুপি ব্যবসায়ী গ্রেপ্তার
ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অভিযানে রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি জাল নোট ও ভারতীয় জাল রুপিসহ আল-আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত হতে ৩০ লাখ টাকার জালনোট ও ৫০ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশ জানায়, আল আমিন বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে এ সব জাল রুপির ব্যবসা করে আসছিল। অবশেষে তাকে পুলিশের হাতে ধরা পড়তে হল।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিমের পুলিশ পরিদর্শক মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, শ্যামপুর থানা এলাকা থেকে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মোর্শেদ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতের কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেছে। সে বিভিন্ন কৌশলের মাধ্যমে এসব অপরাধ করত। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এএস