ইভটিজিংয়ে বাধা দেওয়ায় স্কুল ছাত্র খুন, প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃতের নাম মো. আলী ওরফে বাবু বিশ্বাস। তাকে গ্রেপ্তারের পর সিআইডি বলেছে, কৌশলে স্কুলছাত্র আলীকে ডেকে নিয়ে ফার্নিচার তৈরির ধারালো বাটাল দিয়ে আঘাত করে মারা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর বাজারে গত (২৬ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ৯টার দিক পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এরপর এ ঘটনায় তদন্তে নামেন সিআইডি।
মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
মুক্তা ধর বলেন, এ ঘটনাটি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেন। এরপর বিভিন্ন সূত্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত আসামির অবস্থান শনাক্ত করে এবং গতকাল (২১ ফেব্রুয়ারি) রাতে ফেনী সদর এলাকা থেকে মূল আসামি বাবু বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানিয়েছে কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক তার ছোট ভাই মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) স্কুলে পড়ুয়া ছাত্রীদেরকে রাস্তাঘাটে পেলেই ইভটিজিং করত। এসব কাজে বাধা দিলে আশিক ও ভিকটিম দিদারের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সেই শত্রুতার জের ধরে তার ভাই আশিকের পক্ষ নিয়ে গত মাসের (২৬ জানুয়ারি) 'বাবু ফার্নিচার' নামের একটি দোকানে ডেকে নিয়ে নির্মমভাবে দিদারকে হত্যা করে।
এ হত্যাকাণ্ডের বিষয়ে মৃতের বাবা মো. আবুল হোসেন সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আলী ওরফে বাবু বিশ্বাসকে মূল আসামি করে মোট ৪ জনকে দায়ী করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/টিটি