রাজধানীতে জাল নোটসহ গ্রেপ্তার ২
রাজধানীর মুগদা এলাকা থেকে জাল টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বুধবার (২১ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. স্বপন মিয়া (৩২) ও মো. সামিউল ইসলাম (২৬)।
বৃহস্পতিবার (২২ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি ও ২০০ টাকা সমমূল্যের ২০০টি জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার স্বপন মিয়া চলতি বছরে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দুই বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় একই কাজে যুক্ত হন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।