৩ জনের পরিকল্পনাতেই ডাচ বাংলার টাকা ডাকাতি!
ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, এই টাকা ডাকাতির ঘটনার পরিকল্পনায় ছিল ৩ জন এর মধ্যে একজন মানি প্ল্যান্ট লিঙ্কের ড্রাইভার সোহেল যে এখনো পলাতক। এঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয়, মিলন মিয়া ও আকাশ।
পুলিশ জানায়, এ পর্যন্ত ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জন মাস্টারমাইন্ড ছিলেন। এদের মধ্যে একজন এই আকাশ, আরেকজন সোহেল রানা।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার দূর্গাপুর এলাকার থেকে আজ সকালে মিলন নামে আরেক জনকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ডাকাতির ঘটনার সময় ডাকাতদলে ছিল ১০ থেকে ১২ জন। যখন মানি প্ল্যান্ট লিঙ্কের গাড়ি থেকে টাকা ভর্তি ট্রাঙ্কগুলো ডাকাতদের ভাড়া করা হাইস (টয়োটা মাইক্রোবাস) গাড়িতে স্থানান্তর করা হয় তখন একজন উঠতে না পেরে দৌড়াতে থাকেন। সিসিটিভি ফুটেজ দেখে ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই আকাশ সেই ব্যক্তি।
আগে গ্রেপ্তার হওয়া ৮ জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হারুন বলেন, আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। তারা জানিয়েছে, এই ডাকাতির ঘটনায় কয়েক স্তরের বিভিন্নজনের আলাদা দায়িত্ব ছিল। কেউ ছিলেন পরিকল্পনাকারী, কেউ ছিলেন মোবাইল ও সিম সংগ্রহকারী, কেউ ছিলেন কামলা ও কামলা সংগ্রহকারী।
কেএম/এএস