ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। রবিবার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে এ সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাস্তা বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
রাস্তা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করছেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন। পুরো এলাকায় বন্ধ করে রেখেছেন তারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ কাজ করছে।
এ সময় সাইন্সল্যাব এলাকায় ধসে পাড়া ভবনের সংবাদ প্রকাশ করতে আসা সাংবাদিকরা শিক্ষার্থীদের ভিডিও করতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের ক্যামেরা কেড়ে নেয় এবং কয়েকজনকে লাঞ্চিত করে। এ সময় পুলিশ তাদের রক্ষা করে।
প্রথমআলোর ক্যামেরাম্যান জাকারিয়া বলেন, তারা লাঠি সোটা হাতে নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটাতে যাচ্ছে আর আমরা ভিডিও করলে দোষ?
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে আহত হন ঢাকাপ্রকাশ-এর স্টাফ রিপোর্টার মেহেদী হাসান খাজা।
জানতে চাইলে রমনা বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করেন। তাদের আন্দোলনের কারণে সাধারণ মানুষ যানজটের কবলে পড়ে এবং বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি কাাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
কেএম/এসএন
