বিদেশগামীদের ভারতে পতিতালয়ে বিক্রি করে দিত!

সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের মানব পাচার অপরাধ দমন শাখা মানব পাচারকারী চক্রের এক সদস্যকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর হতে গ্রেপ্তার করেছে। সোমবার (১২ ডিসেম্বর) সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য নিশ্চিত করেছন। গ্রেপ্তারকৃত আসামির নাম-কানিজ ফাতেমা (৪০)। তাকে ধরার পর সিআইডি জানাই-বিদেশগামীদের ভারতে পতিতালয়ে বিক্রি করে দিত সে! আসামি কানিজ একজন ভারতে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।
জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, একজন ভিমটিমের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি কানিজ ফাতেমাসহ তার সরকারী অন্যান্যরা বিভিন্ন বয়সের মেয়েদের ভারতে মোটা বেতনে সেলাইয়ের কাজে নিয়োজিত করার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতো এবং মানব পাচারকারী চক্রের নিকট অর্থের বিনিময়ে হস্তান্তর করতো। পরবর্তীতে আসামিরা সাতক্ষীরা এবং যশোর সীমান্ত দিয়ে ভিকটিমদেরকে ভারতে পাচার করে দিতো।
তিনি বলেন, পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিত এবং সেখানে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করতো। আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।
এএজেড
