দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৫৬
চতুর্থ দিনের মতো দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে রবিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। তবে জঙ্গিবাদকে গুরুত্ব দিয়ে শুরু করা এই অভিযানে এখন পর্যন্ত জঙ্গি ধরা পড়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মনজুর রহমান বলেন, সারা দেশে পুলিশের অভিযানে মোট ১ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, সন্ত্রাসীসহ বিভিন্ন ধরনের অপরাধী রয়েছে।
গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও জেলার পুলিশ সুপারদের ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়। ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে বলে ওই আদেশে জানানো হয়।
এ ছাড়াও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান পরিচালনা করার কথা বলা হয় আদেশে। আদেশের পর আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমনস্থানে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এই অভিযানে।
অভিযানে এখন পর্যন্ত রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৪৭২ জনকে। এ ছাড়া শনিবার দিবাগত রাতে ব্লক রেইডে আটক হয়েছেন শতাধিক ব্যক্তি।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় যে অভিযান পরিচালনা করা হচ্ছে এটা আমাদের রুটিন ওয়ার্ক।
এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমাদের বিশেষ অভিযানে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত রয়েছেন।
কেএম/এসজি