প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে প্রতারণার মাধ্যমে অর্থ দাবির অভিযোগে জুয়েল রেজা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করেন রেজা। তারপর সেগুলো সংরক্ষণ করে ভুক্তভোগীর কাছে মোটা অংকের টাকা দাবি ও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন রেজা। ভুক্তভোগী শারীরিক সম্পর্ক স্থাপন করতে এবং টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশ করে দেন রেজা। এরপর ১৯ নভেম্বর ডিএমপির শাহজাহানপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে নরসিংদীর শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এসএন