পুলিশের চোখে স্প্রে করে পালাল ২ মৃতুদণ্ডপ্রাপ্ত জঙ্গি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ঢাকার আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে দীপন হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছেন।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদ ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে জেএমবির ওই দুই সদস্য পালিয়ে যায়।
আদালত সূত্রে জানা যায় , দীপন হত্যা মামলার আসামি ছিলেন তারা। আসামিরা হলেন- মঈনুল ও আবু সিদ্দিক।
ডিবি পুলিশের প্রধান হারুন বলেন, ঘটনা সত্য। ঘটনাস্থলে আমরা আছি এবং তদন্ত করছি। আশেপাশে আমাদের পুলিশের সদস্যরা রয়েছেন। ঘটনার আসল রহস্য উন্মোচন করার চেষ্টা করছি আমরা।
তিনি আরও বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, অপরাধী যেই হোক, এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কেএম/আরএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)