জাল ভিসায় কানাডায় মানবপাচার করতেন তিনি

জাল ভিসা তৈরি করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর নিউ বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফয়েজুল্লাহ কুমিল্লার মনোহরদী উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
তিনি বলেন, গ্রেপ্তার ফয়েজুল্লাহ মানবপাচারকারী এবং জাল ভিসা প্রস্তুতকারী চক্রের সদস্য। গত মঙ্গলবার বিকালে রাজধানীর নিউ বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়েজুল্লাহ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল ভিসা তৈরি করা মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য। তিনি সহযোগীদের সঙ্গে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসপোর্ট তৈরি করতেন।
তিনি আরও বলেন, মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে তাদের বিদেশে পাচার করত চক্রটি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিমানবন্দর থানায় একটি মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এসজি
