বুশরার নাম বাদ দিতে ফারদিনের বাবার সুপারিশ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ ‘হত্যা’র ঘটনায় সন্দেহের তালিকা থেকে বুশরাকে বাদ দিতে চান ফারদিনের বাবা। তিনি বলছেন, যদি বুশরা অপরাধী না হয়ে থাকে তবে সন্দেহের তালিকা থেকে বুশরাকে বাদ দেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে ছেলে হত্যা মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ফারদিনের বাবা নূর উদ্দিন।
তিনি বলেন, বুশরা যদি সত্যিকারের অর্থেই ভালো বন্ধু হয় তাহলে পরীক্ষার আগের রাতে কোনোভাবেই আমার ছেলের সঙ্গে সময় কাটাতে পারে না। তারা আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টার জন্য দেখা করতে পারে।
ফারদিন হত্যা মামলায় গ্রেফতার আছেন আমাতুল্লাহ বুশরা। তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে বুশরাকে কারাগার রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। বুশরা পড়েন ঢাকার বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। তিনি ফারদিনের বান্ধবী ছিলেন বলে দাবি করা হচ্ছে। ডিবির তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফারদিন হত্যার সঙ্গে এখনো বুশরার কোনো সম্পৃক্ততা মেলেনি।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে তারাবোর দিকে যেতে দেখা গেছে ফারদিনকে। গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সাদা গেঞ্জি পরা তিন-চারজন ফারদিনকে লেগুনায় উঠিয়ে নিয়ে তারাবোর দিকে যায়। লেগুনার চালক ও সহকারীকে খোঁজা হচ্ছে।
কেএম/এএস
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)