‘ফারদিনের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্ত করতে গিয়ে র্যাব বলছে, ফারদিনের সঙ্গে নারী ঘটিত এবং মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, সেটা আমরা আপাতত প্রাথমিক তদন্তে পায়নি।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করছি। হত্যার সঙ্গে যারা যুক্ত আছে আমরা ইতোমধ্যে তাদের শনাক্ত করেছি। সবকিছু নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানাব।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা সবাই মাদককারবারি এবং মাদকের সঙ্গে যুক্ত। ঘটনার দিন অপরাধীরা ফারদিন টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যায়।
এদিকে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। আর ফারদিন ঘটনার দিন বস্তি এলাকায় যাননি।
শিক্ষার্থী ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন ঢাকাপ্রকাশ-কে বলেন, আমার ছেলে জীবনে ধূমপান করেনি। সেই ছেলে কীভাবে মাদকে আসক্ত হতে পারে? সে অনেক মেধাবী ছিল। একজন মেধাবী ছেলে কখনো মাদক সেবন করতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ছেলে হত্যার সঠিক বিচার চাই।
কেএম/এসজি