ঘনিষ্ঠ সম্পর্কের ফাঁদে ফেলে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
ভিন্ন কৌশলে চাঁদাবাজিতে জড়িত একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূল হোতা গোলাপ মিয়া, কবীর মীর, আবু বকর ও মাকছুদা আক্তার। এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সহজ-সরল কোনো ব্যক্তিকে টার্গেট করত। এরপর পরিচিত হয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত। একপর্যায়ে তাকে আমন্ত্রণ জানিয়ে নেওয়া হতো কোনো বাসায়। সেখানে হঠাৎ তার ঘরে নারী ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হতো দরজা। এরপর মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করত তারা।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, চাহিদা অনুযায়ী টাকা না পেলে তারা টার্গেট ব্যক্তিকে মারধর করতে থাকে। ভুক্তভোগী সম্মান বাঁচাতে ও নিজেকে মুক্ত করতে আসামিদের চাঁদা দিতে বাধ্য হন।
তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কেএম/এসজি