উখিয়ার ইয়াবা ব্যবসার ‘হোতা’ এরশাদুল গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার ইয়াবা ব্যবসার ‘হোতা’ হিসেবে চিহ্নিত এরশাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রাশেদুজ্জামান জানান, অধিকাংশ সময় তিনি উড়োজাহাজে ঢাকায় এসে ইয়াবার চালান গ্রহণ করতেন। ঢাকায় ডিলারদের সঙ্গে লেনদেন করতেন। নিজেকে কক্সবাজার ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবেও দাবি করতেন এরশাদুল। রোহিঙ্গাদের মাধ্যমে নৌপথে মিয়ানমার থেকে আনতেন ইয়াবা। ঢাকার ডিলারদের সঙ্গে যোগাযোগ করে কখনো মাছের চালানের সঙ্গে ট্রাকে, কখনো বাসে ইয়াবা পাঠাতেন। মাছ পরিবহনের ট্রাকে চুম্বক ব্যবহার করে অভিনব কায়দায় ইয়াবা আনতেন ঢাকায়।
রাশেদুজ্জামান বলেন, আমরা প্রায় এক মাস আগে এরশাদুলের ইয়াবা সিন্ডিকেট সম্পর্কে জানতে পারি। এরশাদুলের সঙ্গে সখ্যতা তৈরির জন্য সোর্স নিয়োগ করি। গত ২৪ অক্টোবর রমনা সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা ক্রেতা সেজে দুই হাজার ইয়াবা কেনার দেন-দরবার করেন। এ সময় এ চক্রের সহযোগী সদস্য হুমায়ুনকে তার স্ত্রীসহ ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ও তার স্ত্রীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এরশাদুলের অবস্থান সম্পর্কে জানতে পারি।
কেএম/এসএন