কৃত্রিম হাতের আড়ালে ইয়াবা বিক্রি
পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবা কারবার করতে গিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়েছিলেন রানা। সেই কৃত্রিম হাতের মধ্যে থেকে ১৫৫ সাদা রঙের ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, চার বছর আগে এক হাত অকেজো হয়ে যায় রানা হাওলাদারের। তারপর চিকিৎসার প্রয়োজনে কনুইয়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। সেই অংশে কৃত্রিম হাত লাগিয়ে অভিনব এক কৌশলে ইয়াবা ব্যবসা শুরু করেন তিনি। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর হাতিরঝিল থানা-পুলিশ।
আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
আজিমুল হক জানান, রাজধানীর জনবহুল বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ভিড়ের মধ্যে অভিনব কায়দায় মাদক পরিবহন ও হাতবদল করত একটি চক্র। সেই চক্রের একজন সদস্য রানা হাওলাদার। তিনি নিজের হাতের কনুইয়ের নিচের কৃত্রিম হাতের আড়ালে ইয়াবা বহন করতেন।
ডিসি আজিমুল হক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামপুরার উমর আলী লেন এলাকা থেকে রানা হাওলাদারকে গ্রেপ্তার করেছে। রামপুরা এলাকায় এসে বাস থেকে নেমে তার স্ত্রীকে বসতে বলে ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।
গ্রেপ্তার রানা হাওলাদারের বিরুদ্ধে শরিয়তপুরের সখীপুর থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। রানা হাওলাদার যাকে ইয়াবা দিতে গিয়েছিলেন এবং যার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেএম/এসএন