আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাব্বির আহম্মেদ ওরফে সাব্বির ওসমানি ওরফে আহমেদ ওসমানি (২০) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানাধীন জোড়াখাম্বা পূর্ব বাড্ডার সেকান্দারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি পেন ড্রাইভ ও ১১টি উগ্রবাদী বই জব্দ করা হয়।
এটিইউ’র পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত সাব্বির আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ে। তার ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, ফেসবুক আইডির মাধ্যমে উগ্রবাদী মতবাদ সম্পর্কে বিভিন্ন পোস্ট, আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কেএম/এসজি