নোংরা পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, ইয়াম্মি ফুডকে জরিমানা
নোংরা পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে গাজীপুরের টঙ্গী এলাকার ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদন, ওজনে কম দেওয়া ও টেক্সটাইল রং ব্যবহারের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
বুধবার (১৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই এ জরিমানা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
অভিযান শেষে মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন কারণে শিশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কেন প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জব্বার মণ্ডল।
জেডএ/এসএন