৩১ বছর পর দেশে ফিরে গ্রেপ্তার ফ্রিডম পার্টির শামসুল
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ফ্রিডম পার্টির ক্যাডার শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. ফজলুল হক।
তিনি বলেন, শামসুল ১৯৯০ সালে ময়মনসিংহে খুন ও অস্ত্র মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ১৯৯১ সালে জামিনে বেড়িয়ে বিদেশে পালিয়ে যায়। দীর্ঘদিন বিভিন্ন দেশে কাটিয়ে গত মাসে দেশে আসে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
ফজলুল হক বলেন, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পূরবী সিনেমা হল এলাকায় ফ্রিডম পার্টির অফিসের সামনে মো. হারুন অর রশিদ (২৫) নামের একজনকে গুলি করে হত্যা করে পার্টির সদস্যরা। এসময় আরও চারজন আহত হন।
র্যাব জানায়, ঘটনার পর হত্যায় জড়িত শামসুল ইসলামসহ মোট ৩০ জনকে অস্ত্রসহ আটক করে ত্রিশাল থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত শেষে ৩০ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ২০১৭ সালের ৯ মে ময়মনসিংহের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি তিনজন মৃত্যুবরণ করায় তাদের নাম বাদ দেওয়া হয়। তবে গ্রেপ্তার হওয়ার পর ১৯৯১ সালে জামিনে বের হয়ে দেশ ছাড়েন শামসুল। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও এরপর থেকে পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. ফজলুল হক।
কেএম/এসজি