‘ছবি মিলিয়ে দেখার কথা বলে ছিনতাই, ছুরিকাঘাতে হত্যা’

গার্মেন্টসে চাকরির খোঁজে দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ঢাকায় আসেন সায়মন। চাচার সঙ্গে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন তিনি। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের খাওয়া-দাওয়া করতে এসেছিলেন মিরপুরের সনি সিনেমা হল এলাকায়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে খরচ করেছিলেন ২ হাজার টাকা। কিন্তু ফেরার পথে পড়েন ছিনতাইকারীদের কবলে, ছুরিকাঘাতে প্রাণ হারান সায়মন।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন বুধবার (১২ অক্টোবর) নিহতের বাবা শাহজাহান শেখ রাজধানীর দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দু'জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১০০ টাকা ও একটি সুইচ গিয়ার জব্দ করে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
তিনি বলেন, বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরে সায়মন ও রাব্বি নামের দুই বন্ধু ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের বলেন, সায়মন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় করে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় দুই বন্ধুকে। ছিনতাইকারীরা সায়মনকে একটু দূরে নিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সায়মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কেএম/এসজি
