যাত্রাবাড়ীতে র্যাবের হাতে ৬ ভুয়া ডিবি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের ৬ ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজ খান (৪৬), মিন্টু পাটোয়ারী (৪০), রাসেল মোল্লা (৪৫), ইকবাল মিয়া (৩৯), মনিরুল ইসলাম (৪০) ও খোকন মিয়া (৪৫)।
এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ৩টি নকল জ্যাকেট, ২টি ওয়াকিটকি সেট, ১টি হাতকড়া, ১টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ড ফ্লাশ লাইট, ১টি পুলিশ মনোগ্রাম সম্বলিত স্টিকার, ৭টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
সোমবার (১০ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরর রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব জানায়, ডিবির ভুয়া সদস্য পরিচয় প্রদানকারীর একটি চক্র ডাকাতির উদ্দেশে রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-১০ এর একটি দল ধলপুর কমিউনিটি সেন্টারের এলাকায় অভিযান চালিয়ে সবুজসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, মতিঝিল, বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ও বিভিন্ন প্রয়োজনে টাকা নিয়ে চলাচলকারী ব্যক্তিদের টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করে আসছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিবি পুলিশ সেজে সোমবার যাত্রাবাড়ী এলাকায় ডাকাতি করতে এসে র্যাবের হাতে আটক হয়।
সিও মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আটক সবুজ এ চক্রের প্রধান। তারা মূলত ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ও টাকা বহনকারী ব্যক্তিদের টার্গেট করতো। এই কাজের জন্য আটক রাসেল ব্যাংক ও জনবহুল এলাকায় অবস্থান করে নির্দিষ্ট করে টাকা বহনকারী ব্যক্তিদের অনুসরণ করতো এবং অবস্থান সম্পর্কে তাদের সমন্বয়ক মিন্টুকে জানাতো।
পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মিন্টু ও অন্যান্য সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট সদৃশ পোশাক, হাতে ওয়াকিটকি সেট ও হ্যান্ড-কাপ নিয়ে মাইক্রোবাসে করে ভিকটিমের সামনে উপস্থিত হয়ে নিজেদের ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ব্যাবের এই কর্মকর্তা।
কেএম/এএস