রাজধানীতে রিকশা চোর চক্রের মূল হোতাসহ আটক ৮
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রিকশা চোর চক্রের মূল হোতাসহ আট জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৩)।
সোমবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
এর আগে রবিবার (৯ অক্টোবর) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা, ২০টি মোবাইলফোন, নগদ ২১ হাজার ৯১৫ টাকাসহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
আটকরা হলেন— রিকশা চোর চক্রের মূলহোতা জাকির হোসেন (৩৫), মো. নান্নু সর্দার (৪৮), মনির হোসেন (৩৬), মো. সুমন সরকার (২৬), মো. বাহারুল ইসলাম (৪০), হানিফ গাজী (৪৪), মো. কাজল (৩৫) ও মো. মামুন (৩৩)।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, র্যাব-৩ এর একটি দল এক অভিযানে রিকশা চোর চক্রের মূল হোতা জাকির হোসেন (৩৫) এবং তার ৭ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/