হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ভোলার চরফ্যাশন থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রবিবার (৯ অক্টোবর) ভোরে জেলার দক্ষিণ আইচা চরফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০১৮ সালে দয়াজ মিয়া নামের সঙ্গে আসামি রোজিনার বিয়ে হয়। তাদের বাড়িতে সুমন নামে এক রাজমিস্ত্রি কাজ করতেন। তখন সুমনের সঙ্গে রোজিনার অবৈধ সম্পর্ক গড়ে উঠে।
তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হওয়ায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে ঝগড়ার একপর্যায়ে রোজিনা, রোজিনার স্বামী দয়াজ মিয়া ও তার ভাইয়েরা মিলে সুমনকে হত্যা করে। এ ঘটনায় দয়াজ মিয়ার ৪ ভাই ও রোজিনাসহ তার পরিবারের ১২ জনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় সব আসামি আত্মসমর্পণ করে। তারা জামিনে রয়েছেন। কিন্তু রোজিনা ঘটনার পরপরই পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
কেএম/এসজি