মোবাইল চোরচক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ১১
রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোবাইল চোরচক্রের মূল হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রায় এক হাজার চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) শাহাবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ এই মোবাইল চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তার আসামির মধ্যে মূল হোতা হলেন আলম। অন্য আসামিরা হলেন— মো. ওয়ারিশ মিয়া, মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭), মো. সজিব কাজী (৩২)।
এ সময় তাদের হেফাজত হতে প্রায় এক হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮টি ট্যাবসহ ১১৭০টি ব্যাটারি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রি করে আসছে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/