রাজধানীর উত্তরার এক বারে ডিবির অভিযান
রাজধানীর উত্তরায় কিং ফিশার বারে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার পর ওই বারে অভিযান চালায় ডিবি পুলিশ। যা এখনো চলমান রয়েছে।
ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশ অনেকদিন ধরে কিং ফিশার বারে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে আসছিল বার কর্তৃপক্ষ। আমাদের কাছে তথ্য আছে, বারটিতে আগত অধিকাংশ ক্রেতার মদ্যপানের লাইসেন্স নেই। এ ছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। মদ্যপানের পাশাপাশি বারটিতে অসামাজিক কার্যকলাপ চলত। এজন্য আমরা অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, আমাদের অভিযানে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। অভিযান শেষে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
গোয়েন্দা তথ্য বলছে, অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ছয় হাজার বোতল বিদেশি মদ ও বিয়ার। স্থানীয় মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ছিল কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হবে।
কেএম/এসজি