যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতা, সহযোগী গ্রেপ্তার
র্যাব-৩ এর অভিযানে ডাকাতি ও খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা ও সর্বহারা দলের নেতা শুক্কুর আলী এবং তার প্রধান সহকারী দিদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) র্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে র্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০১১ সালের সেপ্টেম্বরে চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার দল নগর ইউনিয়ন, আদমপুর, গোয়ালবাড়ী, খালিয়াজুড়িঁ থানা, জেলা-নেত্রকোনা এলাকার একটি বাড়ির দেয়াল ভেঙে প্রবেশ করে। এরপর তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবাণ মালামাল লুট করে। ওই ডাকাতির ঘটনায় মনোরঞ্জন সরকারের পুত্র বাঁধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শুক্কুর আলী ও তার দল।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত অপর আসামি দিদার ওই হত্যাকাণ্ডে তার চাচা শুক্কুর আলীর প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে। পরে খুনসহ ডাকাতির ঘটনায় খালিয়াজুড়ি, নেত্রকোনা থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন, শুক্কুর এবং দিদার ছিল ওই মামলার অন্যতম প্রধান আসামি। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৯ সালে আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করলে আইনের হাতে ধরা পড়ার ভয়ে তারা এলাকা ত্যাগ করেন। নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মাছের ব্যবসা করেন।
কেএম/এমএমএ/