রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ হোসেন (২৯), মো. ইসলাম (২২), মো. বাবু (২৭), মো. টিটু (২০), মো. শরিফ (২১), মো. নুরে আলম (২২), মো. মুরাদীল মুস্তাকিম মুরাদ (১৯), মো. জালাল (১৯), হৃদয় (১৮), মো. হোসেন মোটু (১৯), মো. জয় (১৯), মো. সুমন (২১), মো. ইয়াছিন রাব্বি (২০), টিটু (৪০), মো. পরান (২৬), রাসেল (২২), মো. জীবন সরদার (২১), মো. শুক্কুর (২০), মো. সাগর হোসেন (২২), মাসুম খান (১৯), মিহির তালুকদার (২১), মো. হোসেন (২২), মো. ফারুক (২৮), মো. মেহেদী হাসান রানা (২৪), মো. সুজন (২২), মো. জুলহাস (৩০), মো. কবির হোসেন (২২), মো. দেওয়ান আলী (২৫), মো. তৌহিদ হাওলাদার (২২)।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, ৭টি সুইচ গিয়ার, ২টি এন্টি কাটার, ৬টি ব্লেড, ১টি কাঁচি, চাকু, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, স্বর্ণের চেইন এবং নগদ ৩২৪ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এসজি
