চাল বোঝাই ট্রাকে ১৪২০ গ্রাম হেরোইন, আটক ২

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি চাল বোঝাই ট্রাক থেকে ১ কেজি ৪২০ গ্রাম হেরোইনসহ মো. মাউল আলী (৩২) ও মো. আব্দুল হাকিম (৪০) নামে ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (৩০ মে) র্যাব-২ এর একটি আভিযানিক দল তাদের আটক করে। মঙ্গলবার (৩১ মে) র্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সীমান্তবর্তী জেলা হতে একটি চাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হাস্তান্তরের জন্য আসছে, এমন সংবাদের ভিত্তিতে সংবাদের সত্যতা যাচাইয়ের সময় র্যাব-২ এর আভিযানিক দলটি রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ে চেকপোষ্ট স্থাপন করে। চলার পথে সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাক তল্লাশির সময় ট্রাকে থাকা মাউল আলী ও আব্দুল হাকিমকে ট্রাকসহ আটক করা হয়।
ফজলুল হক বলেন, আটককৃতদের মাদক চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে তল্লাশি করে ট্রাকের কেবিনে বসার সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪২ লাখ টাকা।
তিনি আরও বলেন, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম/এএস
