রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বলছে, ওই ব্যক্তি একজন অস্ত্র চোরাকারবারি।
মঙ্গলবার (১০ এপ্রিল) পল্লবী থানা এলাকার ১২ নম্বর সেকশনের ই ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে রুহুল আমিন ওরফে রিপন নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২০ এপ্রিল) পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজ ইসলাম বলেন, এক ব্যক্তি ‘অস্ত্র ও গুলি বিক্রির জন্য’ পল্লবী এলাকায় এসেছে খবর পাওয়া যায়। এরপর সেখানে গিয়ে তাকে ধরা হয়।
তিনি আরও বলেন, ‘রিপন ক্রেতাদের চাহিদা অনুযায়ী যশোর থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল দীর্ঘদিন ধরে। তার নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।’
কেএম/এসএ/
