অপরাধ প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পবিত্র রমজানের মধ্যে ও আসন্ন ঈদকে সামনে রেখে অপরাধ প্রতিরোধে পুলিশসহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা ত্যাগ করা নগরবাসী তাদের দামি স্বর্ণালংকার পার্শ্ববর্তী আত্মীয়স্বজনের নিকট রেখে যেতে পারেন।
সোমবার (১৮ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। এ সময় মলম পার্টি ও অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। এ জন্য থানার টহল পুলিশকে আরও সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্পেশাল টিম দিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।’
শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না।’
ট্রাফিক ডিভিশনের উদ্দেশে কমিশনার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যানজটের চাপ বেড়ে যায়। এ জন্য প্রয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ মুখগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।’
ঢাকা মহানগরীর কোথাও কোনো বড় ধরনের অঘটন না ঘটায় সকলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যাবেন। এ সময় তাদের বাসা-বাড়ি ফাঁকা থাকে। এ সময় যেন কোন ধরনের অঘটন না ঘটে বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।’
কেএম/এমএমএ/
