চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) র্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১৭ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান ফারুকী (৪৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল কাফরুল এলাকায় BSD COMMERCIAL LIMITED এর অফিসে অভিযান পরিচালনা করে। চাকরি দেওয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে রেজিস্ট্রার, আবেদন ফরম, ভুয়া নিয়োগ পত্র, চাকরির শর্তাবলী সংশ্লিষ্ট কাগজ পত্রাদি ও ব্যানারসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করে এবং সে অজ্ঞাতনামা আসামিদের যোগসাজশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তৈরি করে। তারা দীর্ঘদিন যাবত একটি অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে স্বল্প শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের উচ্চ বেতনে চাকরি প্রদানের জন্য আকৃষ্ট করে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি ভুইফোড় প্রতিষ্ঠানের এমডি সেজে নিরীহ চাকরি প্রত্যাশীদের নিকট হতে বিভিন্ন মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
কেএম/টিটি
