একদিনের বেতন না পেয়ে হত্যা!

একদিনের পারিশ্রমিক (বেতন) না দেওয়ায় বাস সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে হত্যা করেছেন শিক্ষানবিশ হেলপার ইউসুফ। ইউসুফকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিবার (১৭ এপ্রিল) সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত শনিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ইকোনো বাস সার্ভিস লক্ষ্মীপুর এসে পৌঁছানোর পর বাসের মধ্যে একটি হত্যার ঘটনা ঘটে। এরপর এ হত্যাকাণ্ড নিয়ে কাজ শুরু করে সিআইডি।
তিনি আরও বলেন, আমরা তদন্তের এক পর্যায়ে জানতে পারি প্রথম দিন বাসের হেলপারি কাজে এসে পারিশ্রমিক না পাওয়ায় ইউসুফ ওই গাড়ির সুপারভাইজার লিটনকে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কথাকাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে বাসে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সুপারভাইজার লিটনকে।
মুক্তা ধর বলেন, সুপারভাইজার লিটন শিক্ষানবিশ হিসেবে ইউসুফকে কাজ করায় তাকে দিন প্রতি পারিশ্রমিক ৪০০ টাকা দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। কয়েকদিন কাজ করার পর টাকা দেবেন বলে জানালে ক্ষেপে গিয়ে মারধর শুরু করেন ইউসুফ। এরপর ঘটে হত্যার ঘটনা। পরে তদন্তে নামে সিআইডি এরপর এ ঘটনার মূল হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।
গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/আরএ/
