জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পুলিশের এন্টি টেররিজম ইউনিট নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জঙ্গির নাম সানোয়ার হোসেন।
শনিবার (১৬ এপ্রিল) এন্টি টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে নওগাঁ এলাকা থেকে সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
আজ রবিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তারকৃত মো. সানোয়ার হোসেন ২০০০ সালের পর শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে জেএমবির সদস্যভুক্ত হন। তখন তিনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে নাচোল ও গোমস্তাপুরে জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ শায়খ আব্দুর রহমানের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি হলে বেশ কিছুদিন পর মাওলানা সাইদুর রহমান জেএমবির আমীর হন।
তিনি আরও জানান, পরবর্তীতে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে এবং তাদের আন্তঃকোন্দলের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল জেএমবির স্বঘোধিত আমার সালমানকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার খুলশী বোরিয়া আমবাগান এলাকায় কৌশলে ডেকে নিয়ে গিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে এবং তার মাথা ও দেহ দুই জায়গায় ফেলে দেয়। এরপর গ্রেপ্তারকৃত আ. শাকুর ও জাহাঙ্গীরের দেওয়া তথ্য মতে, মহানন্দা নদীর তীর থেকে পুঁতে রাখা সালমানের মাথাটি উদ্ধার করা হয়। এরপর বিভিন্ন আলামত উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এসএ/
