রাজধানীর পল্টনে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন–রোকসানা বেগম, মো. মালেক, মো. জসিম উদ্দিন, মো. সুরত আলম ও মো. হানিফ। থানা পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই মাদক কারবারির কাজের সঙ্গে যুক্ত রয়েছে।
ওসি মো. সালাহউদ্দীন মিয়া বলেন, ‘পল্টন মডেল থানার গুলিস্তান লিংক রোডের বঙ্গবন্ধু এভিনিউ গুডফুড দোকানের সামনে একজন লোক মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের এক অভিযানে রোকসানা বেগমকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘থানা পুলিশের অপর এক অভিযানে গত রাত ৮টায় শহীদ নজরুল ইসলাম সরণী কালভার্ট রোড এলাকা হতে আড়াই হাজার পিস ইয়াবাসহ মালেক ও জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে, রাত ১১টা ৫০ মিনিটে মতিঝিল থানার দৈনিক বাংলা মোড় এলাকা হতে আড়াই হাজার পিস ইয়াবাসহ সুরত ও হানিফকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এসএ/
