রাজধানীতে ২৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুগদা ও নবাবগঞ্জ এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. রেজওয়ান শেখ রাজু, পারভেজ মাসুদুর রহমান ও মো. ফরিদুজ্জামান নিরব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. কামরুল হোসাইন বলেন, আমরা জানতে পারি মাদক ব্যবসায়ীরা মুগদা থানার দক্ষিণ মান্ডা স্কুলের সামনে ও নবাবগঞ্জ এলাকার চৌরাঙ্গী মোড় এলাকায় ইয়াবা বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/টিটি
