হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

গত মাসের ১৫ মার্চ উত্তরায় দুর্বৃত্তদের হাতে খুন হন মো. শামসুদ্দিন। এ ঘটনায় শামসুদ্দিনের ছেলে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। এরপর এ হত্যা মামলার তদন্ত শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের নিকট হতে হত্যার পর লুন্ঠিত অলংকারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১০ এপ্রিল) ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম বিশেষ এক অভিযান পরিচালনা করে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুসলিম (২০), আবু সাফি (২৫)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে একটি শটগান, ৪ রাউন্ড গুলি, লুন্ঠিত অলংকার ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, গত ১৫ মার্চ উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নং সেক্টরস্থ ১২ নং রোডের একটি বাসার ভিতর এজাহারভুক্ত আসামি তানভির আহম্মেদসহ অজ্ঞাতনামা ২ জন আসামি শামসুদ্দিনকে গলা কেটে হত্যা করে।
হাফিজ আক্তার বলেন, এ ঘটনায় নিহত শামসুদ্দিনের ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এরপর এ বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম এ মামলার ছায়া তদন্ত শুরু করে। এবং আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হাফিজ আক্তার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. মুসলিম হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এমএমএ/
