সারাদেশে প্রতারক ও ছিনতাই চক্র বেড়ে যাওয়ায় অভিযানে র্যাব

র্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন বলেছেন, হঠাৎ সারাদেশে প্রতারণা ও ছিনতাই চক্রের সদস্য বেড়ে গেছে। ঈদকে সামনে রেখে প্রতারক চক্র এবং ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। এ প্রতারক চক্র সাধারণ মানুষকে ঠকিয়ে লুটে নিচ্ছে তাদের সর্বস্ব। এদের ধরতে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করব।
রবিবার (১০ এপ্রিল) র্যাব-১ এর কার্যালয়ে এক ইফতার পার্টিতে র্যাব-১ অধিনায়ক এ কথা বলেন।
তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে সাধারন মানুষের সঙ্গে প্রতারণা করছে। ধরা পড়ার পর তারা এসব অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। সাজা ভোগের পর তারা আবার ও এ কাজে যুক্ত হয়।
আবদুল্লাহ আল মোমেন বলেন, এসব প্রতারক চক্রের ক্ষেত্রে যথাযথ আইনের প্রয়োগ না থাকায় সাধারণ মানুষ এদের দ্বারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেশব্যাপী আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান চলমান রাখবো।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই প্রতারক চক্রের সদস্যরা এবং ছিনতাইকারীরা যাতে সাধারণের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য আমরা সব সময় চোখ কান খোলা রেখে কাজ করছি।
প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্রদের আইনের আওতায় আনতে র্যাব বিভিন্ন পদক্ষেপ চলমান রেখেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এএস
