৩৪ লাখ টাকার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে হোটেল মালিকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ( ৮ এপ্রিল) থেকে আজ শনিবার (৯ এপ্রিল) সকাল পযর্ন্ত আটক করা হয় ওই পাঁচজনকে।
এসময় তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকা মূল্যের ১১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের উত্তর শাখার একটি দল।
শনিবার (৯ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা বিভাগীয়) অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালে (আবাসিক) ইয়াবার বড় বড় চালান আসে এবং এখানেই হাতবদল হয় বলে আমরা জানতে পারি। অভিযান চালিয়ে হোটেল মালিক রইস উদ্দিন রবি ও হোটেল ম্যানেজার মো: আলম ওরফে রনিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, টানপাড়ার ৫ নং রোডের ৩৬ নং বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ হানিফ মোল্লাকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ এ চক্রে জড়িত দুই নারীকে আটক করা হয়। ওই দুই নারী মাদক ব্যবসায়ী হলেন, শাহিদা বেগম ও রিমিয়ারা। আটক পাঁচজনের কাছ থেকে সর্বমোট ১১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো বলে জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন তারা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কেএম/কেএফ/
