জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামালকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে খাগড়াছড়ির সদর থানার কলেজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি বলেন, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিল্লুর ভাণ্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা রেখে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি আদালত অভিযুক্ত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের একজন কামাল।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, এ মামলার রায় হওয়ার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই একপর্যায়ে জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামালকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, মো. কামাল পেশায় জিপ গাড়ির চালক। তিনি জিল্লুর ভাণ্ডারী হত্যাকাণ্ডের ঘটনায় আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। এরপর ২০১৭ সালে জামিনে মুক্ত হন। জামিনে মুক্তি নিয়ে তিনি এলাকায় এসে গাড়ি চালানো শুরু করেন। মামলার রায় ঘোষণা হওয়ার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পালিয়ে থাকাকালে কামাল একেক সময় একেক কাজ করতেন। গ্রেপ্তারের আগে কামাল রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেন। সেখান থেকে তিনি অন্য একটি কাজের সন্ধানে খাগড়াছড়িতে এসে অবস্থান করার সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন।
কেএম/এসএন
