টিপুর স্ত্রী ডলিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ডিএসসিসির সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ইসলাম ডলিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আরব আমিরাতের দুবাই থেকে নিজেকে তমাল নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে দুইবার ফোন করে হুমকি দেন বলে গত (১ এপ্রিল) শাহজাহানপুর থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন।
ডলির করা জিডির বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ মালো বলেন, ‘বিদেশি পরিচয় দিয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবহার করে ফোন করেছে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) জানানো হয়েছে। এটি নিয়ে কাজ চলছে।’
বুধবার (৬ এপ্রিল) বিকালে নিহত টিপুর ভাড়া বাসার নিচে একজন সহকারী সাব-ইন্সেপেক্টারের নেতৃত্বে কয়েকজন পুলিশের সদস্য দায়িত্ব পালন করতে দেখা যায়। হুমকি পেয়ে ডলি নিরাপত্তা চাওয়ায় পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
হুমকির বিষয়ে কাউন্সিলর ডলি জানান, হত্যার পর দিন ২৫ মার্চ রাতে স্বামী টিপুর মরদেহ গ্রামের বাড়ি ফেনীতে দাফন শেষে ঢাকায় ফেরার পথে দুবাই থেকে এক ব্যক্তি ফোন করে বাসার ঠিকানা চান।
ডলি বলেন, ‘আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, দুবাই থেকে তমাল বলছি। পরে আমি বিষয়টি মতিঝিল বিভাগের ডিসি, শাহজাহানপুর থানা পুলিশ, র্যাব ও ডিবিকে জানাই।’
কাউন্সিলর ডলি বলেন, ‘এর পর একই নম্বর থেকে ৩০ মার্চ আবারও ফোন দিয়ে বলে তার (ফোন করা ব্যক্তি) নাম পুলিশকে বলে ভালো করিনি। ওই লোক আবারো আমার বাসার ঠিকানা দিতে বলে পরে আমি নিজ থেকে ফোনের লাইন কেটে দেই।’
একটি সুত্রে জানা গেছে, টিপু হত্যা মামলায় রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার আবুল হোসেন দামালের এক ভাই আছে তমাল নামে। সেও আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করে। তবে তমাল এখন কোথায় আছে সেটা জানা যায়নি।
কেএম
