রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ভাটারা ও রূপনগর এলাকা থেকে প্রতারক চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
সোমবার (৪ এপ্রিল) র্যাব-৩ এর একটি দল রাজধানীর ভাটারা এলাকায় এবং রূপনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎকারী এ প্রতারক চক্রের সদস্যদের আটক করে।
মঙ্গলবার (৫ এপ্রিল) র্যাব-৩ স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যরা হলেন, মোঃ তুফায়েল ইসলাম (৩৪), মোঃ বাচ্চু শিকদার (৩৮)।
এসময় গ্রেপ্তার আসামিদের নিকট হতে ৩ টি মোবাইলফোন, ভুয়া নিয়োগপত্র, এবং ২ টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার প্রতারক চক্র। প্রথমে তারা অনলাইন প্ল্যাটফর্মে চাকরির বিজ্ঞাপন প্রচার করে। চাকরি প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বাচ্চু শিকদার নিজেকে কর্ণেল জাকারিয়া মাহমুদ পরিচয় দিয়ে ওই সব প্রার্থীদের ফোনে সাক্ষাৎকার নিয়ে থাকেন। তারপর কোম্পানীর লোগো সম্বলিত আইডি কার্ডসহ নিয়োগপত্র কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে ভুক্তভোগীদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। একপর্যায়ে তারা পরীক্ষার ফি, মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন ফি, চাকুরির নিরাপত্তা জামানত ইত্যাদি নানা অজুহাতে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
বীণা রানী দাস আরও বলেন, ভুক্তভোগী একজন ছাত্র অনলাইনে বিজ্ঞাপণ দেখেআবেদন করেছিল। তিন লক্ষাধিক টাকা পরিশোধের পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র্যাবের কাছে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে ধরা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/কেএফ/
