২০ কোটি টাকার বিদেশি কাপড়সহ আটক ৮

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ২০ কোটি টাকার বিদেশি কাপড়সহ আট জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন— মো.শহীদ (৩২), মফিজুল ইসলাম (৪২), ইসমাইল (৪২), রুমান হাওলাদার (৩৫), আলী মিয়া (২৮), বিল্লাল মিয়া (২২), শহীদ মিয়া (৪৫) ও জাফর মিয়া (৫২)।
রবিবার (০৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লে. কাজী আল-আমিনের নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই নদী এলাকায় ১টি বাল্কহেড তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ২১,৭৭৩ পিস উন্নতমানের বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।
তিনি বলেন, এ সময় বাল্কহেডে থাকা আট জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটকদের ও জব্দ করা বিদেশি কাপড়সহ বাল্কহেড আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/আরএ/
