শ্যামপুরে অস্ত্রধারী 'সন্ত্রাসী' ধলু গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ফয়সাল আহম্মেদ ধলু (৪৩) নামের এক অস্ত্রধারী 'সন্ত্রাসী'কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। র্যাব-৩ এর একটি সূত্র জানায়, বুধবার (৩০ মার্চ) তাকে ধরা হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার মো. খায়রুল কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন অস্ত্রধারী দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর মডেল থানার পোস্তগোলা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এমন সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এএসপি খায়রুল কবীর বলেন, জব্দ অস্ত্রটির কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফয়সাল। এমনকি কোথা থেকে অস্ত্রটি সংগ্রহ করেছেন তারও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। এজন্য তাকে ধরা হয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
