নকল প্যানটোনিক্স ও মোনাস তৈরি করত আক্কাস-গিয়াস: ডিবি

বাজারে বহুল প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধ প্যানটোনিক্স ২০ ও সর্দিজ্বরের ওষুধ মোনাস ১০ এর বিপুল পরিমাণ নকল ঔষধ ও ঔষধ তৈরির পূর্ণাঙ্গ ডায়াস সেট উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নকল ওষুধের পাইকারী বিক্রেতা মো. আলী আক্কাস শেখ ও ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস এর মালিক গিয়াস উদ্দিন আহমেদ।
বুধবার (৩০ মার্চ) রাজধানীর চকবাজার, ফকিরাপুল ও চুয়াডাঙ্গার দর্শণা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও নকল ঔষধ উদ্ধার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০ লাখ ৩৪ হাজার ২৮০ পিস নকল প্যানটোনিক্স ট্যাবলেট, ১৮ হাজার পিস নকল মোনাস ট্যাবলেট, ট্যাবলেট তৈরির পূর্ণাঙ্গ ডায়াস সেট ও 'প্যানটোনিক্স ২০ ট্যাবলেট' প্রিন্ট করা ৩৪ কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
ডিবি জানায়, তারা কৌশলে প্রতারণা করে আসছিল। প্যানটোনিক্স ও মোনাস ওষুধ তৈরিসহ তারা অন্যান্য ওষুধ তৈরির পরিকল্পনা করছিল।
এ কে এম হাফিজ আক্তার বলেন, আমাদের ডিবির লালবাগ বিভাগের কোতায়ালী জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে চকবাজারের মদিনা চাঁন সরদার কোল্ড স্টোরেজ এর এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি (কুরিয়ার সার্ভিস) থেকে ২ লাখ ১১ হাজার ৬৮০ পিস প্যানটোনিক্স ২০ ট্যাবলেট ও ১৮ হাজার পিস মোনাস ১০ ট্যাবলেট জব্দ করে যার গায়ের লেবেলে যথাক্রমে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ, সাভার (Manufactured by The ACME Laboratories Ltd, Dhulivita Dhamrai, Dhaka, Bangladesh) লেখা রয়েছে। এ ঔষধ সম্পর্কে বিক্রেতা মো. আলী আক্কাস শেখকে কাগজপত্র দেখাতে বললে সে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। এরপর এ নিয়ে তদন্ত করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায় নকল ওষুধের মূল মালিক গিয়াস উদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গার দর্শনায় তার নকল ওষুধ তৈরির একটি কারখানা আছে। পরবর্তী সময়ে তাকে নিয়ে ফকিরাপুলের আরামবাগ থেকে গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবির পুলিশের এই কর্মকর্তা বলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শণা থানার পৌরসভার একটি বিল্ডিংয়ের নিচ তলায় গিয়াস উদ্দিন আহমেদ ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামে আয়ুর্বেদী ব্যবসার আড়ালে নকল প্যানটোনিক্স ও মোনাস ট্যাবলেটসহ আরও অন্যান্য ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে থাকে। এসব নকল ওষুধ মূল ডিলার মো. আলী আক্কাস শেখ এর মাধ্যমে সিন্ডিকেট এর অন্যান্য সদস্যদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসছে।
নকল ওষুধের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, এই সকল ওষুধে কার্যকরী কোন উপাদান থাকে না। নন ফার্মাসিউটিক্যালস গ্রেডের এসব কেমিক্যাল সেবনের ফলে মানুষের কিডনী, লিভার, হৃদযন্ত্র এবং শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি হতে পারে।
তিনি বলেন, রমজান ও তৎপরবর্তী ঈদকে কেন্দ্র করে এসব ভন্ড প্রতারকদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস
