বুলবুল হত্যা মামলায় চার পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার: ডিবি
রাজধানীর শেওড়াপাড়ায় ডেন্টিস্ট ডা. আহমেদ মাহী বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ও সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছেন। তাদের কাছ থেকে বুলবুলের মুঠোফোন ও তাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি। এ ব্যাপারে ডিবি কার্যলয়ে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত রবিবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান ‘গরীবের ডাক্তার’ খ্যাত আহমেদ মাহী বুলবুল। তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের ভগিবালাপাড়ায়।
রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন বুলবুল। এর বাইরে তিনি কয়েক বছর ধরে ঠিকাদারির কাজ করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ ছিলেন সেনাসদস্য। তিনি ১৯৯৯ সালে মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বুলবুল। তিনি ১৯৯৭ সালে রংপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৯ সালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকায় চলে যান। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেন তিনি।
এসএ/