বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বান্দরবানের থানচি থেকে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করেছ র্যাব।
বুধবার (৩০ মার্চ) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান-থানচি সড়কের আইলমারা স্টিল ব্রিজের কাছে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. নুরুল আবছার বলেন, আসামিকে গ্রেপ্তারের পর তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। নিঙমং চিং মারমা থানচি সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য। তার কোনো কাজের প্রতিবাদ করার সাহস স্থানীয় লোকদের ছিল না। এলাকাটি দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় আসামি নিঙমং চিং মারমা স্থানটিকে ইয়াবা কেনাবেচার উপযোগী জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন।
প্রতিদিন দুপুরের পর থেকে এলাকাটিতে মাদক কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যেত। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল কম ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে মাদক সম্রাট নিঙমং চিং মারমা এ ইয়াবার কারবার করতেন বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
কেএম/এসএন
