ঠিকাদারি কাজের উদ্দেশে রওনা হয়েছিলেন বুলবুল

রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২৭ মার্চ) ভোর ৫:৩০ মিনিটের দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন তিনি।
এ ঘটনায় বুলবুলের সহকারি সৌরভকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই এর এডিশনাল এএসপি মিয়া কুতুবুর রহমান চৌধুরী জানান, একটি ঠিকাদারি কাজের জন্য বুলবুল রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকা থেকে ভোরে বুলবুল নোয়াখালী যাওয়ার উদ্দেশে বের হন। এরপর তিনি হামলার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এটি পরিকল্পিত হামলা কি না তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। হামলার পর তার কাছ থেকে টাকা-পয়সা কিছুই নেয়নি হামলাকারীরা।
মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, বুলবুলের বিষয়ে জানার জন্য আমরা তার সহকারী সৌরভকে জিজ্ঞাসাবাদ করছি।
কর্তব্যরত চিকিৎসক জানান, বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
কেএম/কেএফ/
