টিপু ও প্রীতি হত্যায় গ্রেপ্তার মাসুম একাধিক মামলার আসামি

শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাসুম।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার আজ রবিবার (২৭ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পুলিশ জানায়, কিলিং মিশনের বিষয়ে আটক মাসুমের কাছ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার কন্টাক্ট কিলিংয়ের পাঁচ দিন আগে পায় মাসুম মোহাম্মদ ওরফে আকাশ।
তিনি আরও বলেন, মাসুম তিন দিন আগে নাম পায় কাকে খুন করতে হবে। শুধু তাই নয়, ঘটনার আগের দিন টিপুকে কমলাপুরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় সে।
হাফিজ আক্তার বলেন, শুধু টাকার জন্য তাকে হত্যা করেনি, মাসুমের বিরুদ্ধে কয়েকটি মামলা নিষ্পত্তি ও মামলা তুলে নেওয়াসহ বিশেষ সুবিধা দেওয়ার চুক্তিতে কিলিং মিশনে নামেন মাসুম।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এ ঘটনার সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে আমরা শুটার এবং তার সহযোগীকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে মাসুমকে ধরতে পেরেছি। খুনের পর মাসুমের দেশের বাইরে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরের দিন শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
কেএম/এসএ/কেএফ/
